শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

ছাত্র রাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও ঢাবি ১৮ হল শাখায় আহ্বায়ক ছাত্রদল কমিটি ঘোষণা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

২০২৪ সালের ১৭ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবিআবাসিক হলগুলোতে অফিসিয়ালি ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে হল কর্তৃপক্ষ।। তবে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন করে ১৮টি হল শাখায় আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে ছাত্র রাজনীতি‘ সূচনা করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।

শুক্রবার (৮ আগস্টছাত্রদল ঢাবি শাখা দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি অনুমোদন করেছেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

নতুন আহ্বায়ক কমিটি পাওয়া হলগুলো হলো—মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকবি জসীমউদ্দীন হলমাস্টারদা সূর্যসেন হলবিজয় একাত্তর হলশেখ মুজিবুর রহমান হলহাজী মুহম্মদ মুহসীন হলশহীদ সার্জেন্ট জহুরুল হক হলসলিমুল্লাহ মুসলিম হলস্যার এ এফ রহমান হলজগন্নাথ হলমুহম্মদ শহীদুল্লাহ হলফজলুল হক মুসলিম হলঅমর একুশে হলরোকেয়া হলশামসুন নাহার হলশেখ ফজিলাতুন্নেছা মুজিব হলবাংলাদেশকুয়েত মৈত্রী হল এবং কবি সুফিয়া কামাল হল।

নেতৃত্বে যারা আছেন

• মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (৫১ সদস্য): আহ্বায়ক মোজাহিদুল ইসলামসিনিয়র যুগ্মআহ্বায়ক রিজভী আলমসদস্য সচিব জোবায়ের হোসেন।

• কবি জসীমউদ্দীন হল (৪৩ সদস্য): আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমসিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল ওহেদসদস্য সচিব মেহেদী হাসান।

• মাস্টারদা সূর্যসেন হল (৪৭ সদস্য): আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্তসিনিয়র যুগ্মআহ্বায়ক লিয়ন মোল্যাসদস্য সচিব মোআবিদুর রহমান মিশু।

• বিজয় একাত্তর হল (৫৪ সদস্য): আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদসিনিয়র যুগ্মআহ্বায়ক সুলতান মোসাদমান সিদ্দিকসদস্য সচিব সাকিব বিশ্বাস।

• শেখ মুজিবুর রহমান হল (৫৪ সদস্য): আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপসিনিয়র যুগ্মআহ্বায়ক রিনভী মোশাররফসদস্য সচিব মোসিহাব হোসেন (শাহেদ)

• হাজী মুহম্মদ মুহসীন হল (৬১ সদস্য): আহ্বায়ক আবু জার গিফারী ইফাতসিনিয়র যুগ্মআহ্বায়ক মোতানভীর আহমেদ জিয়ামসদস্য সচিব মনসুর আহমেদ রাফি।

• শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (৫৬ সদস্য): আহ্বায়ক হাসিবুর রহমান আসিফসিনিয়র যুগ্মআহ্বায়ক সামসুল হক আনানসদস্য সচিব শাহরিয়ার লিয়ন।

• সলিমুল্লাহ মুসলিম হল (১৮ সদস্য): আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), সিনিয়র যুগ্মআহ্বায়ক সাকিব হোসেনসদস্য সচিব সৈয়দ ইয়ানাথ ইসলাম।

• স্যার এ এফ রহমান হল (৩৯ সদস্য): আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মনসিনিয়র যুগ্মআহ্বায়ক মোমেহেদী হাসান মুন্নাসদস্য সচিব মোমাহদীজ্জামান জ্যোতি।

• জগন্নাথ হল (৩৪ সদস্য): আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশসিনিয়র যুগ্মআহ্বায়ক নিত্যানন্দ পালসদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস।

• মুহম্মদ শহীদুল্লাহ হল (৪৮ সদস্য): আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্তসিনিয়র যুগ্মআহ্বায়ক রাকিবুল হাসান সৌরভসদস্য সচিব মোজুনায়েদ আবরার।

• ফজলুল হক মুসলিম হল (৩৬ সদস্য): আহ্বায়ক মোআবিদ হাসনাতসিনিয়র যুগ্মআহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্তসদস্য সচিব মোমেহেদী হাসান রুমী।

• অমর একুশে হল (২৫ সদস্য): আহ্বায়ক মোআসাদুল হক আসাদসিনিয়র যুগ্মআহ্বায়ক মোশাহনোমান জিওনসদস্য সচিব আব্দুল হামিদ।

• রোকেয়া হল (৮ সদস্য): আহ্বায়ক মোছাশ্রাবণী আক্তারসিনিয়র যুগ্মআহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যাসদস্য সচিব আনিকা বিনতে আশরাফ।

• শামসুন নাহার হল (৫ সদস্য): আহ্বায়ক তায়েবা হাসান বিথীসিনিয়র যুগ্মআহ্বায়ক নিতু রানী সাহাসদস্য সচিব রাবেয়া খানম জেরিন।

• শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (৪ সদস্য): আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী), সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস ইতি।

• বাংলাদেশকুয়েত মৈত্রী হল (৩ সদস্য): আহ্বায়ক নওশিন নাহার অথিসিনিয়র যুগ্মআহ্বায়ক শারমিন খানসদস্য সচিব জান্নাতুল ফেরদৌস পুতল।

• কবি সুফিয়া কামাল হল (৭ সদস্য): আহ্বায়ক তাওহিদা সুলতানাসিনিয়র যুগ্মআহ্বায়ক জাকিয়া সুলতানা আলোসদস্য সচিব তাসনিয়া জান্নাত চৌধুরী।

 

উল্লেখ্যমোট ৫৯৩ জন শিক্ষার্থী এই ১৮টি হল কমিটিতে পদ পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102