গাজায় ইসরায়েলি আগ্রাসন ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যর্থ জাতিসংঘ এবার নিজেরই কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলেছে। সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি জানান, ২০২৪ সালে জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠন ২৭ হাজার বৈঠক করেছে, কিন্তু এসব বৈঠকের কার্যকারিতা ও ফলাফল প্রায় অনুপস্থিত।
তিনি বলেন, জাতিসংঘ সচিবালয় গত বছর ১,১০০টিরও বেশি রিপোর্ট তৈরি করলেও, বেশিরভাগই কেউ পড়ে না। পাঁচটির মধ্যে একটি রিপোর্ট এক হাজারবারেরও কম ডাউনলোড হয়েছে।
৮০ বছরে পা রাখতে যাওয়া জাতিসংঘ এখন তারল্য সংকটে। সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া ও অকার্যকর ব্যয় রোধে গঠন করা হয়েছে UN80 টাস্কফোর্স।
বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের বর্তমান কাঠামোতে আমূল সংস্কার প্রয়োজন, নইলে বৈঠক আর রিপোর্টের ভিড়ে হারিয়ে যাবে সংস্থার মূল উদ্দেশ্য—বিশ্বশান্তি।