শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলছে আজ, পাবেন যেভাবে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বর্ষপূর্তি আজ। দিনটি স্মরণে এক জিবি ডাটা ফ্রি পাচ্ছেন মোবাইল গ্রাহকরা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, ৫ দিন মেয়াদে গ্রাহককে এই ডাটা ব্যবহার করতে হবে। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল অপারেটররা।

ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে গত বছরের ১৮ই জুলাই দমন-পীড়নের সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, তৎকালীন আওয়ামী লীগ সরকার। ব্রডব্যান্ড পাঁচদিন আর মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় ১০ দিন। এতে শুধু তথ্যপ্রযুক্তি এবং ই-কমার্স খাতেই ক্ষতি হয় দুই হাজার কোটি টাকার বেশি।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেট শাট ডাউট জুলাই স্পিরিটের বিরুদ্ধে যায়। সেই সঙ্গে এটি ব্যবসায়িক পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।
 
ওই ঘটনার বর্ষপূর্তি পালনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। ১৮ জুলাই মধ্যরাত থেকে ১১ কোটি ৬৫ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহককে বিনামূল্যে ৫ দিন মেয়াদে এক জিবি অফারের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
মধ্যরাত থেকে সিদ্ধান্ত কার্যকর করেছে মোবাইল অপারেটররা। এ বিষয়ে জানাতে গ্রাহককে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। বিনামূল্যের এই ডাটা পেতে গ্রামীণফোন *১২১*১৮০৭#; রবির *৪*১৮০৭#; বাংলালিংক *১২১*১৮০৭#; টেলিটক *১১১*১৮০৭# নম্বরে ডায়াল করতে হবে।
গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ারার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, গ্রাহকদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। *১২১*১৮০৭# ডায়াল করে বা মাইজিপি অ্যাপ ব্যবহার করে গ্রামীণফোনের গ্রাহকরা সহজেই এটি পাবেন।
তিনি আরও বলেন, এই ধরনের সিদ্ধান্তগুলো অপারেটরদের সঙ্গে আলাপ-আলোচনা করে নেয়া উচিত। তাহলে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আরও ভালোভাবে পরিকল্পনা করা সম্ভব।
বিনামূল্যের ডাটা করমুক্ত হবে কি-না তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে মোবাইল অপারেটদের।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102