নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনা আটপাড়া উপজেলা দুওজ ইউনিয়নে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট লীগ সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মোগলহাট্টা বনাম মহেশ্বর খিলা গ্রাম অংশগ্রহণ করে ।মহেশ্বর খিলা দলকে ০-১ গোলে পরাজিত করে মোগলহাট্টা দল জয়লাভ করে। উক্ত খেলায় দূওজ বাজার ছয়তারা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়। উক্ত খেলা পরিচালনা করেন ক্লাব সভাপতি মোঃ আকবর হোসেন বাচ্চু ও বিল্লাল হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন আ: সেলিম মনি চেয়ারম্যান ও তেলিগাতী ইউপি সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল সাত্তার ,নুরুল আমিন মেম্বার, আবুল কাশেম ময়না মিয়া,গনি মেম্বার ও নুরুল ইসলাম বেপারি প্রমূখ ।
এ সেমি ফাইনালের খেলা সুন্দর ও সুস্থ ভাবে অনুষ্ঠিত হয়।
এএসবিডি/আরএইচএস