ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে বিতর্কের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার (১ জুলাই) আদালত এক বিবৃতিতে জানায়, পেতংতার্নের বিরুদ্ধে অসততা ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে ৩৬ জন সিনেটর তার ক্ষমতাচ্যুতির আবেদন করেন। এই আবেদনের ভিত্তিতে আদালত রুল জারি করে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়।
আদালতের রায়ে বলা হয়েছে, সিনেটরদের আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেতংতার্ন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারবেন না।
সম্প্রতি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়, যা রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় তোলে। বিরোধীরা অভিযোগ করে, ওই আলাপে তিনি সংবিধান লঙ্ঘন করে পররাষ্ট্র নীতি নিয়ে গোপন সমঝোতার ইঙ্গিত দেন। এ ঘটনার পর থেকেই থাইল্যান্ডে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও আন্দোলন তীব্র হয়ে ওঠে।