বাংলাদেশের রাজধানী ঢাকা—একদিকে শত শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও কৃষ্টির ধারক; অন্যদিকে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ, জটিল ও অব্যবস্থাপনার শহর। প্রতিদিন নতুন নতুন স্বপ্ন নিয়ে হাজারো মানুষ ছুটে আসে এই নগরীতে—কেউ চাকরির খোঁজে, কেউ শিক্ষার উদ্দেশ্যে, কেউ বা চিকিৎসার আশায়। কিন্তু এই শহর কি সেই স্বপ্নকে বাস্তবতায় রূপ দেয়, নাকি এক সময় ধুলোয় মিশিয়ে দেয়?
ঢাকার অন্যতম বড় সমস্যা হচ্ছে পরিবহন ব্যবস্থা ও যানজট। অফিস টাইমে রাস্তায় নামলে বোঝা যায়, জীবন কতটা সময় নষ্ট করে দেয় এই যানজট। পাশাপাশি বায়ু দূষণ, ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত নগরায়ণ এবং অপরিচ্ছন্নতা ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলছে।
শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক সব কেন্দ্র এক জায়গায় গড়ে ওঠায় ঢাকার প্রতি চাপ বেড়েই চলেছে। অথচ দেশের অন্যান্য অঞ্চলে বিকেন্দ্রীকরণ হলে ঢাকার ওপর এই বোঝা অনেকটাই কমতো।
তবে শুধু সমস্যা নয়, ঢাকায় রয়েছে অপরিসীম সম্ভাবনা। এখানে কর্মসংস্থান আছে, আন্তর্জাতিক সংযোগ আছে, তথ্যপ্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য ও মিডিয়ার প্রাণকেন্দ্র এটি। দরকার শুধু সুপরিকল্পিত ব্যবস্থাপনা ও সদিচ্ছা।
আজ যখন আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি, তখন প্রয়োজন ঢাকা শহরকে এক নতুন রূপে গড়ে তোলার। হতে হবে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, পরিকল্পিত ও মানবিক নগর। যেখানে মানুষ শুধু বেঁচে থাকবে না, স্বপ্ন বুনবে।