রাজধানীর মনিপুরী পাড়া থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, ফয়সল বিপ্লবের বিরুদ্ধে মুন্সীগঞ্জে তিনটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঢাকায় কোনো মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।