রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়, তবে তাতে রাশিয়ার কোনো আপত্তি নেই। বরং রাশিয়া এতে সহযোগিতা করতেও প্রস্তুত। আনাদোলুর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ পায়নি।
তিনি আরও বলেন, ইরানে পারমাণবিক অস্ত্রকে হারাম ঘোষণা করে ধর্মীয় ফতোয়া জারি রয়েছে, যা বিষয়টিকে স্পষ্ট করে দেয়। পুতিন জানান, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র বিস্তারের বিপক্ষে এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতার পক্ষে।
ইসরায়েল-ইরানের চলমান সংঘাতের মধ্যে পুতিনের এই বক্তব্য ইরানের জন্য কূটনৈতিকভাবে বড় সমর্থন হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে পশ্চিমা চাপের মুখে।