যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ড সতর্ক করে বলেছেন, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এই তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে বলে জানান তিনি। তবে মার্চে সিনেট শুনানিতে তার বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে কিছু সংবাদমাধ্যম বলে অভিযোগ করেন গ্যাবার্ড।
তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তার এই মন্তব্যের বিরোধিতা করেন এবং বলেন, “আমার গোয়েন্দা সংস্থা কি তাহলে ভুল?” ট্রাম্পের মতে, ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গ্যাবার্ডের মূল্যায়ন যথাযথ নয়।
ইরান অবশ্য বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের সার্বভৌম অধিকার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, “ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা সম্ভব নয়।”
সূত্র: হোয়াইট হাউস, সিনেট শুনানি, আল-জাজিরা