ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তারা একে পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য “গুরুতর হুমকি” হিসেবে আখ্যায়িত করেছেন এবং দ্রুত সামরিক উত্তেজনা থামানোর আহ্বান জানিয়েছেন। শনিবার (২১ জুন) তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই বার্তা দেন তারা—খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ওআইসি-এর (ইসলামী সহযোগিতা সংস্থা) ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা পৃথকভাবে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেন।
তারা যৌথ বিবৃতিতে বলেন, “জাতিসংঘের সদস্য একটি দেশের বিরুদ্ধে এমন সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন। আমরা চাই এই উত্তেজনা যেন আরও না বাড়ে, বরং অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে অগ্রসর হওয়া হোক।”
বৈঠকের আয়োজক ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এতে মুসলিম বিশ্বের একাধিক শীর্ষ কূটনীতিক অংশ নেন।
বিশ্লেষকদের মতে, আরব ও মুসলিম দেশগুলোর একযোগে এই প্রতিক্রিয়া আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পক্ষে একটি বড় কূটনৈতিক বার্তা।
এর আগে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়াও জাতিসংঘে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। ইরান নিজেও জানিয়ে দিয়েছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পারমাণবিক আলোচনা স্থগিত থাকবে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।