শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র আনছে ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

ইরান এখনো তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি।সম্প্রতি ‘সিজ্জিল’ নামক যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে বিস্ময়ের জন্ম দিয়েছে, তা ১৭ বছর আগের!

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা গুঁড়িয়ে দিয়ে মূল ভূখণ্ডে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলায় রীতিমত ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে দেশটির গুরুত্বপূর্ণ সব স্থাপনা।

এদিকে, ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের ধারণা, ইরান এখনো তাদের নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করেনি। এ ছাড়া তারা ইরানের ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ফিচার তুলে ধরেছেন। এসব কৌশলের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কৌশলকে অকার্যকর করে দিয়েছে ইরান।

সম্প্রতি ‘সিজ্জিল’ নামক যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে বিস্ময়ের জন্ম দিয়েছে ইরান, তা হলো দুই স্তরবিশিষ্ট  নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটির হামলার পরিসীমা ২০০০ কিলোমিটার (১২৪২ মাইল) পর্যন্ত যা ইসরায়েল এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের সমস্ত অঞ্চলসহ শত্রু অঞ্চলের গভীরে আঘাত হানতে সক্ষম।

ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ১৮ মিটার (৫৯ ফুট) এবং প্রায় ৭০০ কিলোগ্রাম (১,৫৪৩ পাউন্ড) ওজনের পেলোড বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি ১৭ বছর আগের।

ইরান এখনো তাদের দূরপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেনি। ফলে ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত হামলার কৌশল অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102