২৪ শে মার্চ সোমবার গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টি গুইমারা উপজেলা প্রতিনিধি শেখ সিনা রাসেলের সঞ্চালনায় এনসিপি’র কেন্দ্রীয় পর্যায়ের সদস্য, জেলা প্রতিনিধিগনসহ বিভিন্ন উপজেলা এনসিপির কর্মীরা অংশগ্রহন করেন।
এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের বিনিময়ে দেশে মুক্ত স্বস্তি ফিরে এসেছে। আমাদের সকলের উচিৎ সঠিক পরিবেশ ধরে রাখা। তাই আপনাদের সকলের জন্য সার্বক্ষনিক এনসিপি’র দরজা খোলা রইলো।
এছাড়াও উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ দলমত নির্বিশেষে ইফতার মাহফিলে অংশ নেয়। উক্ত ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, গুইমারা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ওসমান গণি।