বাইক শোডাউনের বহর শুরু হয় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে। সেখান থেকে চাপড়া, সোনাইলতলা, কাটাখালী, পেড়িখালী, উলুবুনিয়া হয়ে এটি জয়খায় গিয়ে শেষ হয়। শোডাউনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং এতে শতাধিক বাইক অংশগ্রহণ করে।
শোডাউনের আয়োজকরা জানান, হামলার শিকার খালিদ হাসান নোমান ও আবু হাসানকে হাসপাতালে ৩ দিন চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে, বিকাল ৩:৩০ মিনিটে এই প্রতিবাদী শোডাউন শুরু হয়। তারা আরও বলেন, এটি ছিল সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে একটি প্রতীকী প্রতিবাদ।
স্থানীয়রা শোডাউনের প্রতি সমর্থন জানিয়েছেন এবং সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি তুলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ জানান, এটি ছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ, যা ভবিষ্যতে অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্পকে আরও দৃঢ় করেছে।
এদিকে, প্রশাসন শোডাউন পর্যবেক্ষণ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক ছিল। তবে শোডাউন চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সন্ত্রাসের বিরুদ্ধে এমন একাত্মতা ও সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলছেন, অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ধরনের গণপ্রতিরোধই পারে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।