সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা।

ময়ূখ রঞ্জনের ফেসবুক পেজ ডিজেবল করে দেয়ার দাবি বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ময়ূখ রঞ্জনের ফেসবুক পেজ ডিজেবল করে দেয়ার দাবি বাংলাদেশ সিভিলিয়ান ফোর্সের।

সম্প্রতি বাংলাদেশবিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ভারতের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের নাম সবার মুখে মুখে। জানা গেছে, বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামের হ্যাকার কমিউনিটি তার অফিসিয়াল ফেসবুক পেইজটি ডিজেবল করে দিয়েছে।

বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স ফেসবুকে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তারা জানিয়েছে, বাংলাদেশবিরোধী অপপ্রচার, গুজব ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ময়ূখ রঞ্জনের পেজটি ফেসবুক থেকে সরিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করে তারা।

সেই স্ট্যাটাসে লেখা হয়েছে, “কলকাতার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের’ অফিসিয়াল পেইজ অপসারণ সফল। সম্প্রতি বাংলাদেশ নিয়ে গুজব অপপ্রচার চালিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে ও সংবাদ মাধ্যমে গুজবকে অতিরঞ্জিত করতে ‘বাংলাদেশ থাকবে না’ আর ‘চট্টগ্রাম নিয়ে যাচ্ছে ভারত’- বলে সংবাদ প্রচার করে। অমানবিক উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া ময়ূখ রঞ্জন ঘোষের অফিসিয়াল পেইজ ডিজেবল করা হয়েছে।”
এরপর দেখা যায়, ‘গত কিছুদিন আগেও তার পেইজে কপিরাইট ক্লেইম করে তাকে সতর্কবার্তা দেয়া হয় এবং এরপরও একই কাজ করলে ডিজেবল করে দেয়া হবে বলে জানানো হয় আগের পোস্টেই। এরপরও একই কাজ করায় তার পেইজ ডিজেবল করে দেয়া হয়েছে।’
প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শকমহলের নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে ‘মলম বিক্রেতা’ কিংবা ‘জোকার’ এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করা হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102