ক্ষমতায় গেলে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের নামকরণ করবে বিএনপি।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছাত্র-জনতার আন্দোলনে পঙ্গুত্ববরণকারীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশ স্বৈরাচারমুক্ত। এটি অর্জন করার জন্য সারাদেশের দলমত নির্বিশেষে রাজনৈতিক ও অরাজনৈতিক দেশপ্রেমিক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন। এখন আমাদের কর্তব্য এই মানুষদের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যাঁরা শহীদ হয়েছেন, সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এ রকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, সেগুলো শহীদদের নামে হবে।
দেশের অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে আমরা যে রকম বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্য শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ করেন রুহুল কবির রিজভী।