ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধন করা হয়।
রবিবার (১১নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন পৌরসভার উত্তর বাসস্ট্যান্ড ”বাংলাদেশ জামায়াতে ইসলামী” বোরহানউদ্দিন শাখার আমির মাওলানা মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্ভোধন করেন ভোলা জেলা জামায়াতের আমির মোঃ জাকির হোসেন মাস্টার ।
জামায়াতে ইসলামী” বোরহানউদ্দিন শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায়
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমারা আন্দোলন করে যাবো। আমরা আমাদের জান , মাল দিয়ে হলেও এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করে যাওয়ার চেষ্টা করবো। তিনি আরো বলেন গোটা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পৌছে দিবো ইনশাআল্লাহ।
জামায়াতে ইসলামী” বোরহানউদ্দিন শাখার সভাপতি মাওলানা মোঃ মাকসুদুর রহমান
বলেন, আল্লাহ তায়ালা আমাদের কে সুন্দর পরিবেশ দান করেছেন। আমরা বাংলাদেশের সংবিধানকে কুরআনের সংবিধানে রুপান্তর করতে চাই ইনশাআল্লাহ।
আলোচনা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলা নায়েবে আমির , মাওলানা সফিউল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌরসভার আমির মাওলানা ফখরুল আলম, সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমান । বোরহানউদ্দিন পৌরসভার সাবেক আমির মাওলানা আব্দুল আহাদ আনসারি, বিভিন্ন ইউনিয়নের আমির ,সেক্রেটারি এবং বায়তুলমাল সম্পাদক,বিভিন্ন ওয়ার্ডের সভাপতি,সেক্রেটারি সহ সর্বস্তরের জনগন।