সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

বিএনপি কারো অপকর্মের দায় নেবে নাঃ রামপালে ড. ফরিদুল ইসলাম।

মোঃ মাসুম শেখ, উপজেলা প্রতিনিধি রামপাল।
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

বিএনপি কারো অপকর্মের দায় নেবে নাঃ রামপালে ড. ফরিদুল ইসলাম।

বাগেরহাটের রামপালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। কারো অপকর্মের দায় বিএনপি নেবে না। দলমত নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো। জনগণ মনে করে গত ৫ আগস্ট ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয় বারের মত এই দেশটা স্বাধীন হয়েছে। গনহত্যা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না, কেউ অপকর্ম করলে তার দায় বিএনপি নিবে না।
শনিবার (২ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে নারীদের সাথে মতবিনিময় সভায় বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্পষ্ট বার্তা দিয়েছেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপসহীন। দুষ্কৃতকারী কোনো দলের না।
তিনি আরো বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের মধ্যে পদধারী নেতা খুবই কম। বেশিরভাগই হাইব্রিড এবং দলে অনুপ্রবেশকারী। যারা এতদিন দলের দুর্দিনে পাশে ছিল না, পরিবর্তিত পরিস্থিতিতে তারাই রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি-সুনাম ক্ষুণ্ন করছে। এসব ব্যাপারে সারা দেশে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে কেউ যদি কোথাও দলের নাম ভাঙিয়ে অপকর্ম করে, তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের জানাতে অনুরোধ করেন তিনি।
উপজেলা বিএনপির’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার মাহফুজুর রহমান চিক, শেখ লিয়াকত আলী, যুবদল নেতা মল্লিক জিয়াউল হক জিয়া, এস এম আলমগীর কবির বাচ্চু, মোঃ শাহাজালাল গাজী, খান জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী অজিয়ার রহমান, তরফদার মোতালেব হোসেন, খাঁন মনিরুল ইসলাম মনি, ছাত্রদল নেতা মোল্লা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসাইন বাদল, শেখ মেহেদী হাসান, মহিলা দল নেত্রী রোজিনা আক্তার, মুক্তি সরদার, পলি আক্তারসহ বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শুরুর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা দলের নেতৃবৃন্দরা মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102