ময়মনসিংহের গৌরিপুর গৌরসভায় ‘গৌরিপুর মহিলা কলেজ’ অডিটোরিয়াম হলে ১ নভেম্বর ( শুক্রবার ) বিকাল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গৌরিপুর পৌরসভার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ইকবাল হাসান ভূঁইয়া’র সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সদস্য আবুল হাসান মানিকের সঞ্চালনায় পবিত্র কুরআন হতে তেলাওয়াতের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১৪৭ ময়মনসিংহ -২ আসনের ( ফুলপুর-তারাকান্দা) থেকে বিপুল ভোটে নির্বাচিত সাবেক এমপি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড:বাসার আকন্দ।
প্রধান বক্তৃতা ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খাঁন মিল্কি।
এসময় আরোও বক্তব্য রাখেন, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।