পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১নভেম্বর২০২৪ বিকাল ৩ টায় গুইমারা অডিটরিয়ামে এ বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভা উপলক্ষে জুম্মার নামাজের পর থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রশিবির ও জামায়াতে ইসরামীর নেতা কর্মীরা সভা প্রাঙ্গনে সুশৃঙ্খল ভাবে সমবেত হয়েছে।
মাওলানা মো: আবুল বাশার’ এর সুমধুর কন্ঠের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার
উদ্বোধনী বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গুইমারা উপজেলার সভাপতি ডা: রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, অধ্যক্ষ আমিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিনহাজুর রহমান।
সভায় বক্তারা মহান আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করে দীর্ঘ ১৫ বছরের ফেসিস্ট হাসিনার জামায়াতে ইসলামী’র উপর নির্যাতন নিপিড়নের কথা তুলে ধরে ৫আগষ্টের আন্দোলনে আহতও নিহতেদের ন্যায় বিচার দাবী করেন। সেই সাথে জামায়াতের নিহত নেতা কর্মীদের হত্যার বিচার দাবী করেন। সেই সাথে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সকলকে জামায়াতের ছায়াতলে আসার উদাত্য আহবান জানান।
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মো: ইলিয়াস শেখ, সভাপতি, সিন্দুকছড়ি ইউনিট৷ আব্দুস সালাম, সাবেক ছাত্র নেতা, উপজেলা ডিম সদস্য, পেশাজীবি বিভাগ
ডা: ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা, উপজেলা টিম সদস্য, সমাজসেবা বিভাগ, মইন উদ্দিন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আবু বকর ছিদ্দিক, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, খাগড়াছড়ি পার্বত্যজেলা, উপজেলা টিম সদস্য, মিডিয়া বিভাগ, মুজাহিদুর রহমান, উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক, সাজিদুর রহমান, সেক্রেটারি, গুইমারা উপজেলা শাখা,
মাও. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি, গুইমারা উপজেলা,
মাও. আমান উদ্দিন, সাবেক সভাপতি, অভিবক্ত মাটিরাঙা উপজেলা, মোঃ মাঈন উদ্দিন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, খাগড়াছড়ি পার্বত্যজেলা, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণ।