বুধবার (৩০ অক্টোবর) দুপুর ৩ টায় রামপাল উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম ফিরোজ কবির।
ক্যাম্পের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদল নেতা মোঃ শাহাজালাল গাজী, ওয়াহেদুজ্জামান সাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব ইয়ামিন হাওলাদার, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন, অপু রায়হানসহ উপজেলার ১০ ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।