বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গুণিজন সংবর্ধনা পেলেন ৫ সংস্কৃতি কর্মী। ঝিনাইদহের কোটচাঁদপুর কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণে নিহত -২ আহত -১। টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। আমার দেশ পত্রিকার সম্পাদককে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার। ট্রাম্পের শপথ অনুষ্ঠান; আমন্ত্রন পাননি মার্কিনদের মিত্র দাবি করা মোদি? ১৭ বছর কারাগারে জীবন কাটিয়ে এবার বাড়ী ফিরছেন বাবর। মেহেরপুরে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক। বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জের উপর হামলা। ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল। চিতলমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, স্থানীয়দের মিষ্টি বিতরণ।

আওয়ামী ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

আওয়ামী ছাত্র সংগঠন, ছাত্রলীগ নিষিদ্ধ।

আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর দেয়া প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে বিশেষ করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’ হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নসহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে।

গত ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শতশত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত আছে।

এই অবস্থায় সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102