ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়
আজ বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ খ্রি. বোরহানউদ্দিন বিএনপি পার্টি অফিসের মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্য করেন সরোয়ার আলম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, প্রধান অতিথি (ভারচুয়ালী যুক্ত ছিলেন) আলহাজ্ব হাফিজ ইব্রাহীম, সাবেক এমপি ভোলা ২। আরো যুক্ত ছিলেন মাফরুজা সুলতানা, আহ্বায়ক বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাইদুল আলম নাসিম কাজী, এডভোকেট কাজী আজম, মনিরুজ্জামান কবির মিয়া, ফিরোজ কাজী এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিহাবউদ্দিন হাওলাদার, শাহাবুদ্দিন বাচ্চু, আবু জাইর মৃধা, মাহাবুব আলম পন্ডিত, টিপু পন্ডিত, সাইদুর রহমান শাহিন, এছাড়াও বোরহানউদ্দিন উপজেলার বিএনপি ও তার অংঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন জসিম উদ্দিন খান সদস্য সচিব বোরহানউদ্দিন উপজেলা যুবদল।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।