সিরাজদিখানের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবু বকর সিদ্দিক এর সংবাদ সম্মেলন।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক।
শনিবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাব হলরুমে এই প্রার্থী অভিযোগ করে বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মহিউদ্দিন আহম্মেদ তার পছন্দের প্রার্থী আওলাদ হোসেন মৃধার পক্ষে কাজ করছেন। সিরাজদিখান উপজেলার আওয়ামীলীগের নেতা কর্মীদের কাজ করারও নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এমপি মহিউদ্দিন নিজে বিভিন্ন জায়গায় অন্য প্রার্থীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও তার কর্মীদের দিয়ে হুমকি দিচ্ছেন। অনেক এলাকায় আমরা তাদের বাধায় পোস্টার লাগাতে পারছি না, লাগালেও তা ছিড়ে ফেলা হয়। আবার অনেক জায়গায় ক্যাম্প করতে দেয় নাই। এ বিষয়ে আমি কেন্দ্রে লিখিতভাবে জানিয়েছি। আমি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারকে লিখিতভাবে জানিয়েছি।
সম্মেলনে তার সাথে ছিলেন লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, স্বেচ্ছাসেবক লীগের সাবেক উপজেলা সভাপতি তালুকদার বাবু, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি হাজী আফজাল হোসেন, বালুচর ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন মেম্বার। এসময় উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।