সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে পানিতে ডুবে ৩ স্কুল ছাত্রের মৃত্যু। শিশু-কিশোরদের ভোটের সুযোগ দিয়ে দায় শোধ করতে পারি। ঢাবির জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন নষ্ট করলেই ব্যবস্থা। ৩১ ডিসেম্বর সংবিধান বাতিলের ঘোষণা আসতে পারেঃ ফরহাদ মজহার। আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সেই সানজিদাকে সাময়িক বরখাস্ত। হাসিনাকে দেশে আনার মানে হলো আরেকটি তামাশাঃ শফিক রেহমান। হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’র গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা অনিচ্ছাকৃত ভুলঃ ঢাবি প্রশাসন। ১ জানুয়ারি পর্দা উঠছে বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। যৌথ অভিযানে অস্ত্রসহ ‘চিংড়ি পলাশ’ গ্রেপ্তার। ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া,সোমবার থেকে অস্থায়ী পাস।

খাগড়াছড়িতে ৪ ইটভাটায় অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা, জ্বালানি কাঠ জব্দ।

আব্দুর রহিম, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
খাগড়াছড়িতে ৪ ইটভাটায় অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা, জ্বালানি কাঠ জব্দ।
পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে ২ (দুই) লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে ইটভাটায় মজুত রাখা জ্বালানি কাঠ জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়।
 ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ৪টি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।
অভিযানকালে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার উপস্থিত ছিলেন।
জানা যায়, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে উপজেলার ৪টি অবৈধ ইটভাটার প্রতিটিকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, ‘ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102