রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৩১ ডিসেম্বর সংবিধান বাতিলের ঘোষণা আসতে পারেঃ ফরহাদ মজহার। আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, সেই সানজিদাকে সাময়িক বরখাস্ত। হাসিনাকে দেশে আনার মানে হলো আরেকটি তামাশাঃ শফিক রেহমান। হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’র গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা অনিচ্ছাকৃত ভুলঃ ঢাবি প্রশাসন। ১ জানুয়ারি পর্দা উঠছে বাণিজ্য মেলার, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। যৌথ অভিযানে অস্ত্রসহ ‘চিংড়ি পলাশ’ গ্রেপ্তার। ৩ হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ডের অধিকাংশই ভুয়া,সোমবার থেকে অস্থায়ী পাস। বিপিএলের টিকেট না পেয়ে মিরপুরে দর্শকদের বিক্ষোভ। ৩১ ডিসেম্বর মুজিববাদী ৭২’র সংবিধানের কবর রচিত হবেঃ হাসনাত আব্দুল্লাহ। শাহবাগ মোড়ে আবারও ট্রেইনি চিকিৎসকদের অবরোধ।

রাজবাড়ী-১ আসনে টানা ৭ম বারের মত নৌকা পেলেন কাজী কেরামত আলী।

ফিরোজ আহম্মেদ, রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
রাজবাড়ী-১ আসনে টানা ৭ম বারের মত নৌকা পেলেন কাজী কেরামত আলী।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে টানা ৭ম বারের মত নৌকা প্রতীক পেলেন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের সাংসদ কাজী কেরামত আলী-এমপি। সংসদীয় আসন-২০৯ থেকে আরো ৬ জনসহ তারা আপন দুই ভাই মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ।

রাজবাড়ী-১ আসন থেকে কাজী কেরামত আলী নৌকা পেয়ে ১৯৯৩ সালের উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। নৌকা নিয়ে ২০০১ সালের নির্বাচনে তিনি পরাজয় বরণ করলেও পাঁচবারের এ সংসদ সদস্য ২০১৮ সালের শুরুতে শিক্ষা প্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে টানা ৭ম বারের মত নৌকা প্রতীক পেলেন কাজী কেরামত আলী-এমপি।

এই আসনটিতে (রাজবাড়ী-১) তারই আপন ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ছাড়াও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন এবং প্রবাসী আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন।

০১৭১৫৮৩৫১৩০
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102