আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে টানা ৭ম বারের মত নৌকা প্রতীক পেলেন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের সাংসদ কাজী কেরামত আলী-এমপি। সংসদীয় আসন-২০৯ থেকে আরো ৬ জনসহ তারা আপন দুই ভাই মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন ।
রাজবাড়ী-১ আসন থেকে কাজী কেরামত আলী নৌকা পেয়ে ১৯৯৩ সালের উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। নৌকা নিয়ে ২০০১ সালের নির্বাচনে তিনি পরাজয় বরণ করলেও পাঁচবারের এ সংসদ সদস্য ২০১৮ সালের শুরুতে শিক্ষা প্রতিমন্ত্রী (মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে টানা ৭ম বারের মত নৌকা প্রতীক পেলেন কাজী কেরামত আলী-এমপি।
এই আসনটিতে (রাজবাড়ী-১) তারই আপন ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ছাড়াও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন এবং প্রবাসী আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন।
০১৭১৫৮৩৫১৩০