শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :

বাগেরহাটের কাটাখালি স্বপ্ন বিলাস আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ ১১ জন গ্রেফতার।

তরিকুল মোল্লা বাগেরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বাগেরহাটের কাটাখালি স্বপ্ন বিলাস আবাসিক হোটেল থেকে ৩ নারীসহ ১১ জন গ্রেফতার।

বাগেরহাটের কাটাখালি স্বপ্ন বিলাস আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল ম্যানেজার ও ৩ নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯শে নভেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।

দীর্ঘদিন থেকে কাটাখালি স্বপ্ন বিলাশ আবাসিক হোটেলে এ ধরনের অনৈতিক কার্যকলাপ চলে আসছিল। এমন খবরের ভিত্তিতে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ডুমুরিয়ার গজেন্দ্রপুর গ্রামের মৃত মো. হাফিজুর রহমানের ছেলে হোটেল ম্যানেজার আঃ জলিল গাজী (৩৪), ফকিরহাটের টাউন-নওয়াপাড়া গ্রামের মিজান বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২০), দৌলতপুরের পাবলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম (২৬), কোটালীপাড়ার হীরন গ্রামের মুজিবুর রহমানের ছেলে মিজান ফকির (২৩), রূপসার খাঁজাডাঙ্গা গ্রামের মোসলেম শেখের ছেলে তুহিন শেখ (২৩), রূপাসার ঘাটভোগ গ্রামের ইরান শিকদারের ছেলে হীরক শিকদার (৩০), কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের আজহার আলী শেখের ছেলে শরিফুল শেখ (২০), ফকিরহাটের বালিয়াডাঙ্গা গ্রামের ইরান শেখের ছেলে মুরাদ শেখ (৩৫), পিরোজপুরের দুর্গাপুর গ্রামের আজম খাঁনের মেয়ে মুন্নি আক্তার (২০), কয়রা গিলাবাড়ি গ্রামের মৃত আশরাফ শেখের মেয়ে লিমা খাতুন (২৩) এবং রূপাসার স্বল্প বাহিরদিয়া গ্রামের আশরাফ শেখের স্ত্রী আমেনা বেগম (৪০)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম জানান, ওই হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দয়া করা হয়েছে। তাদেরকে আদালতে সুপর্দ্য করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102