শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :

অবরোধের তৃতীয় দিনে সড়কে মানুষ ও যান চলাচল বেড়েছে তুলনামূলক ভাবে চট্টগ্রামে।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
অবরোধের তৃতীয় দিনে সড়কে মানুষ ও যান চলাচল বেড়েছে তুলনামূলক ভাবে চট্টগ্রামে।
বিএনপি-জামায়াতের টানা তিনদিনের অবরোধের শেষদিনে চট্টগ্রামে বেড়েছে যান চলাচল। একইসঙ্গে সড়কে মানুষের সংখ্যাও বেড়েছে। তবে গাড়ির ড্রাইভার ও সাধারণ মানুষের মধ্যে শঙ্কা কাটেনি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, আন্দরকিল্লা, ২নং গেইড, জিইসি, কাজীর দেউড়ি, নিউ মার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গত দুইদিনের তুলনায় সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। নতুন ব্রিজ এলাকায় দক্ষিণ চট্টগ্রামের বেশকিছু গাড়ি ছাড়তে দেখা গেছে এবং ঘরমুখো মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে।
আরও কিছু গাড়ি ছেড়ে যাওয়ার অপেক্ষায়। জিইসি, একে খান, কদমতলী, বহদ্দারহাট, কর্ণেলহাট, ভাটিয়ারী, অলংকারসহ কয়েকটি বাস স্টপেজে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।
যাত্রীরা জানান, অন্যদিনের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। কিন্তু দূরপাল্লার বাস পাওয়া মুসকিল। বিভিন্ন বাস কাউন্টারে কিছু যাত্রীকে দূরপাল্লার বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন জেলা-উপজেলায় সকাল থেকে বাস চলাচল করতে দেখা গেছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102