ফেনীতে খড়ের গাদার নিচে চাপা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু।
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দঃ ধর্মপুর গ্রামের তিতা ফকির বাড়ীর প্রবাসীর স্ত্রী ও দুই শিশু খড়ের গাদার চাপায় নিহত হয়।
বুধবার সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় দক্ষিণ ধর্মপুর তিতা ফকির বাড়ীর প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী জাহানারা আক্তার সুমি(৩৫) তাঁর দুই ছেলে, সাইমুন(৫) ও আবু সাঈদ(১৮ মাস) সহ খড়ের স্তুপের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বলে জানা যায়।
স্থানীয় আবুল হাসেম নামে এক ব্যক্তি জানান, তাদের গবাদি গরু আছে, গরুর জন্য ছিন থেকে(খড়ের স্তুপ) খড় নিয়ে পাশে বসে গরুর জন্য কাটতে ছিলো, পরে খড়ের খুঁটিটা অনেক পুরাতন থাকায়, ভেঙ্গে মহিলার গায়ের উপর পড়ে, ওখানে মায়ের দুই পাশে ছোট দুটি ছেলে ও বসা ছিলো, খড়ের চাপা পড়ে যায় মা ছেলে তিনি জন, পরে স্থানীয় লোকজন তাদের উদ্বার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকে মৃত ঘোষণা করে।
ফু্লগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল হাসিম এর কাছ থেকে জানা যায়, সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের সময় আমজাদহাট তিতা ফকির বাড়ীর, প্রবাসী আমির হোসেন টিপুর স্ত্রী ও দুই শিশু সন্তান, খড়ের স্তুপের নিছে চাপা পড়ে নিহত হয়। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফুলগাজী থানার পুলিশ সদস্যরা সেখানে গিয়ে ঘটনার স্থান পরিদর্শন করেন।