বিদেশে যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে সস্ত্রীক আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র নিশ্চিত করেছে, মইনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।
শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মঈনুল তার স্ত্রীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে যান। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বিদেশে যাওয়ার কথা ছিল। পরে ইমিগ্রেশন পুলিশ তার ই-পাসপোর্ট জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটি কক্ষে নিয়ে যায়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের ভাই।