মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :

পাসপোর্ট আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত রাউজানের আব্দুল কুদ্দুস।

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
পাসপোর্ট আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত রাউজানের আব্দুল কুদ্দুস।
 রাউজানের আব্দুস কুদ্দুস, ইচ্ছে ছিল বিদেশ গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করবেন। এই স্বপ্ন নিয়ে বানাতে দিয়েছিল পাসপোর্ট।আর এই পাসপোর্ট আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়।
চট্টগ্রামের  রাউজান উপজেলার শহীদ জাফর সড়কের হাসান চৌধুরী প্রকাশ চেয়ারম্যান ঘাটা নামকস্থানে  অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে আবদুল কুদ্দুস (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন যাত্রীবাহী অটোরিকশার চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। নিহত কুদ্দুস চট্টগ্রামে পাসপোর্ট আনতে বাড়ি থেকে বের হয়েছিল।
 প্রত্যক্ষদর্শীরা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, চট্টগ্রাম থেকে পাসপোর্ট আনতে বাড়ি থেকে বের হন আবদুল কুদ্দুস। যাওয়ার পথে একটি দ্রুতগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুরগীবাহী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় চালকসহ আরও ৩ জন গুরুতর আহত হন।
এ সময় গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল কুদ্দুসকে মৃত ঘোষণা করেছেন।নিহত আবদুল কুদ্দুস রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের নুরুল আবছারের ছেলে। তিনি তিন সন্তানের জনক।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102