শরিফা বেগম শিউলী ,রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীতে কক্সবাজারের সময় টিভির সংবাদকর্মী সুজাউদ্দিন রুবেলকে হত্যাচেষ্টা ও নির্যাতনের প্রতিবাদে সংহতি সমাবেশ অনুষ্ঠিত।
মরে গেছে ভেবে ফেলে গেছে দুষ্কৃতকারী।
আজ (৯ সেপ্টেম্বর,২০২০) বুধবার সকাল ১১.১৫ মিনিটের দিকে সুমি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সংহতি সমাবেশের আয়োজন করা হয়।
এ সংহতি সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন , রংপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল ইসলাম হক্কানী, রংপুর মহানগর যুবলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মুরাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ওমর ফারুক, ডঃ ওয়াজেদ রিসার্চ সেন্টারের গবেষক রোকনুজ্জামান, বাংলার চোখ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী, রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনসারী, রংপুরের সিনিয়র সাংবাদিক আফতাব আহমেদ, সময় টিভির ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রতন সরকার।
সংহতি সমাবেশে আরো বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার হেদায়েতুল্লাহ বাবু,
চ্যানেল ২৪ এর ব্যুরো প্রধান ফখরুল শাহিন,আনন্দ টিভির ব্যুরো প্রধান মাহফুজ আলম প্রিন্স, রিপোটার্স ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, শ্রমিক অধিকার আন্দোলন আহবায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ প্রমুখ উপস্থিত ছিলেন।