ত্রাণের স্লিপ দেওয়ার কথা বলে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামে বন্যায় গরিব মানুষের জন্যে সরকারী ত্রাণের স্লিপ দেওয়ার কথা বলে শারীরিক সম্পর্ক করার কু প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জিগাতলা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে কেরামত আলীর (৫৮) বিরুদ্ধে অভিযোগ এনে ঝিনাইগাতী থানায় সোমবার রাতে একটি অভিযোগ দায়ের করেছে অসহায় মহিলা রহিমা খাতুন।
অভিযোগের আগে বনগাঁও বাজারে শত শত লোক কেরামতের বিচার চেয়ে স্লোগান দেন। অভিযোগের সূত্রে জানা যায়, ত্রাণের স্লিপ দেওয়ার কথা বলে গত ৩০আগস্ট বিকাল সাড়ে পাঁচটায় বাড়ি থেকে রহিমাকে ডেকে ঝিনাইগাতী বাজারে নিয়ে আসে আনে কেরামত আলী।
বাজারে ঘুরাফেরা করে সময় ক্ষেপণ করে রাত আটটার দিকে দিঘীরপাড় লাল সিঙ্গির বাড়ির উত্তর পাশে নদীরপাড়ের ফাকা রাস্তায় পৌছা মাত্রই কেরামত আলী শারীরিক সম্পর্ক করার কু প্রস্তাব দেয় এবং ধস্তাধস্তি করে। পরে রহিমা বাড়িতে এসে প্রতিবেশী ও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন।
এ ব্যাপারে কেরামত আলীর ছেলে রফিকুল ইসলাম বলেন, জমি সংক্রান্তর জের ধরে আমার বাবার নামে এই মিথ্যা অভিযোগ তুলেছে। আমার বাবা বয়স্ক ৫ ওয়াক্ত নামাজ পড়ে এই ধরণের কাজে জড়িত নয়। আমাদের পরিবারকে হ্যায় প্রতিপন্ন করার জন্যেই কিছু অসাধু ব্যক্তিরা এই কাজ করে আমাদের সন্মানহানি করছে।
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূইয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা