বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত। এক পদে দুইবারের বেশি নয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর। ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব। কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হচ্ছে। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক। সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনে আগ্রহী পাকিস্তান। রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন।

সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত।

মোসাঃ সাফা আক্তার,সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত।

১৫ জানুয়ারি বুধবার সোনারগাঁও ইউনিভার্সিটির ক্যাম্পাসে মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংবাদিকতা নিয়ে সদস্যদের জ্ঞান বৃদ্ধি।

ক্লাবের মডারেটর প্রভাষক আব্দুর রহমান এবং গণমাধ্যমকর্মী নাহিদ হাসান তাঁদের বক্তব্যে ক্লাবের ভূমিকা এবং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। তাঁরা ক্লাব সদস্যদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য শুভ চন্দ্র শীল, শাহরিয়ার আহমেদ নয়ন, স্নেহা ইসলাম প্রভা। সেখানে উপস্থিত একজন শিক্ষার্থী মোসাঃ সাফা আক্তার এর কাছে জার্নালিজম মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের সভা অনুষ্ঠিত হওয়ায় তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, প্রথম সভায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। এই ক্লাব আমাদের সাংবাদিকতার বিভিন্ন দিক শেখার এবং দক্ষতা বাড়ানোর একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। আশা করি, ভবিষ্যতে এখানে সেমিনার, ওয়ার্কশপ এবং বাস্তবমুখী কার্যক্রমের মাধ্যমে আমরা নিজেদের আরও দক্ষ করে তুলতে পারব। এই প্ল্যাটফর্ম আমাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
সভায় ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একটি সেমিনার আয়োজন, ওয়ার্কশপ সেশন পরিচালনা, এবং ক্যারিয়ারভিত্তিক সাংবাদিকতা নিয়ে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্যরা ক্লাবের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার জন্য বিভিন্ন মতামত প্রদান করেন।

ক্লাবের প্রথম সভার মাধ্যমে মিডিয়া এবং সাংবাদিকতা নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি দিকনির্দেশনা প্রদান করা হয়েছে, যা ভবিষ্যতে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102