বাগেরহাটের চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ।
বাগেরহাট সদরের চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে চুলকাটি বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে ও জনসাধারণের মধ্যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভুত্থান এবং ৭২ এর সংবিধান বাতিল সহ ৬ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা সাধারণ মানুষের মাঝে একটি বার্তা পৌঁছে দেন, তারা বলেন জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। গুম, খুন, ক্রসফায়ার, বিনা অপরাধে কারাগারে বন্দি, আলেম সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর অমানবিক নির্যাতনের মতো ভয়াবহ সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আওয়ামী অপশাসনের বিরুদ্ধে ছাত্ররা বারবার রাস্তায় নেমেছে। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে উৎখাত করেছে।
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে দালিলিক প্রমাণ হিসেবে সুরক্ষিত রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকেই আমরা একটি ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি। এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্র্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল।আমরা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। আপনারা জানেন, ইতিমধ্যে আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সরকারকে ১৫ দিনের মধ্যে ঘোষণাপত্র জনগণের সামনে তুলে ধরার সময় বেঁধে দিয়েছি। আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি।