বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার। বাগেরহাটে গুণিজন সংবর্ধনা পেলেন ৫ সংস্কৃতি কর্মী। ঝিনাইদহের কোটচাঁদপুর কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণে নিহত -২ আহত -১। টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। আমার দেশ পত্রিকার সম্পাদককে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার। ট্রাম্পের শপথ অনুষ্ঠান; আমন্ত্রন পাননি মার্কিনদের মিত্র দাবি করা মোদি? ১৭ বছর কারাগারে জীবন কাটিয়ে এবার বাড়ী ফিরছেন বাবর। মেহেরপুরে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক। বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জের উপর হামলা। ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল।

ঝিনাইদহের কোটচাঁদপুর কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণে নিহত -২ আহত -১।

রাম জোয়ার্দার উপজেলা প্রতিনিধি কোটচাঁদপুর।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
ঝিনাইদহের কোটচাঁদপুর কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণে নিহত -২ আহত -১।
ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণ ঘটে  মারা গেছেন দুই জন। এদের একজন রাম মল্লিক (৫০) ও মিল্টন বিশ্বাস (২৫)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ঘটনা ঘটে আহত হয়েছেন আলমগীর হোসেন (৩৫)
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় ,কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণ ঘটে কোটচাঁদপুরে দুই জন মারা গেছে, এদের মধ্যে একজন কোটচাঁদপুর সিঙ্গিয়া গ্রামে বদিনাথ মল্লিকের ছেলে রাম মল্লিক (৫০) ও অন্যজন একই গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাস (২৫)। ওই সময় তারা  কাঠ টিটমেন্ট মেশিনের পাশের ঘরে বসে কাজ করছিল।
হঠাৎ করে বিস্ফোরিত হয় কাঠ টিটমেন্ট  মেশিন। মুখের অংশ ছুটে গিয়ে আঘাত হানে ওই তিন জনের দেহে। এতে করে ঘটনাস্থলে মারা গেছেন কোটচাঁদপুরের সিঙ্গিয়া গ্রামের বদিনাথ মল্লিকের ছেলে  রাম মল্লিক (৫০) ও একই গ্রামের ওমর বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাস (২৫)। ওই ঘটনায় আহত হন আলমগীর হোসেন (৩৫)। তিনি মহেশপুর উপজেলার আলমপুর ব্রীজঘাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, ওই ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কোন মৃত দেহ আসেনি। আমরা আহত একজনকে চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই ঘটনায় দুই জন মারা গেছে বলে জানতে পেরেছি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,বিস্ফোরণের খবর শুনে আমরা ঘটনাস্থলে আসি। এরপর দেখতে পায় ঘটনাস্থলে দুই জনের মৃত দেহ। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আর আহত আলমগীর হোসেন কে যশোর স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে ঘটনা প্রকৃত রহস্য বলা সম্ভব হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102