বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার। বাগেরহাটে গুণিজন সংবর্ধনা পেলেন ৫ সংস্কৃতি কর্মী। ঝিনাইদহের কোটচাঁদপুর কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণে নিহত -২ আহত -১। টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। আমার দেশ পত্রিকার সম্পাদককে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার। ট্রাম্পের শপথ অনুষ্ঠান; আমন্ত্রন পাননি মার্কিনদের মিত্র দাবি করা মোদি? ১৭ বছর কারাগারে জীবন কাটিয়ে এবার বাড়ী ফিরছেন বাবর। মেহেরপুরে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক। বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জের উপর হামলা। ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল।

বাগেরহাটে গুণিজন সংবর্ধনা পেলেন ৫ সংস্কৃতি কর্মী।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বাগেরহাটে গুণিজন সংবর্ধনা পেলেন ৫ সংস্কৃতি কর্মী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি)সন্ধ্যায় শহরের এসিলাহা মিলনায়তনে বাগেরহাট জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সময় জেলা কালচারাল অফিসার মোঃ  রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন, অধ্যাপক বুলবুল কবির ও প্রেসক্লাবের  সভাপতি কামরুজ্জামান।

সম্মাননা প্রাপ্তরা  হলেন, কন্ঠ ও সংগীতে আলী মোজেজ আহমেদ, যাত্রাপালা আঃ গনি বরকন্দাজ, ফটোগ্রাফিতে চ্যানেল২৪এর বাগেরহাট  জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, নৃত্যকলা কোহিনুর আক্তার  ও সৃজনশীল সংগঠন হিসেবে বাগেরহাট ফিল্ম সোসাইটি।

এসব গুণীজনদের প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর  উত্তরীয় এবং মেডেন পরিয়ে ২০ হাজার টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়।

২০২৪ সালে ৫টি ক্যাটাগরিতে পাঁচজন সংষ্কৃতি কর্মীকে এই সম্মাননা  প্রদান করা হল। ২০১৩ সাল থেকে সারা দেশে  সংষ্কৃতি মন্ত্রনালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমী থেকে প্রতিবছর  পাঁচজনকে সম্মাননা দেওয়া শুরু করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গুণীজন সংবর্ধনার কারণে জেলায় প্রতিবছর গুণিজন তৈরী হয়। দেশের ইতিহাস ঐতিহ্য ও নিজ জেলার  সংষ্কৃতিকে সমৃদ্ধ করার জন্য এ সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ এই  গুণীজন সম্মাননা বাগেরহাট জেলায় মাইলফলক হয়ে থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102