তানজিলা আক্তার রুবি :নেত্রকোনার আটপাড়ায় ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক বিশ্ব সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সাক্ষরতা অর্জন করি,” দক্ষ হয়ে জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা।
কোভিড ১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন– শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সুধীবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম বলেন, কোভিড ১৯ এর ফলে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষাবিদদের ভূমিকা রাখার তাগিদ দেন।
প্রাণবন্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, শিক্ষানুরাগী মিজানুর রহমান খান নন্দন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর মোঃ আতিকুর রহমান, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খান, সহকারী শিক্ষক ইবায়েদ হাসান মানিক, মাজহারুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমী সাহা প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় প্রকৌশল দপ্তরের প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, কৃষি অফিসার নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রুপা নন্দী সহ বিভিন্ন দপ্তরে প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ প্রতিনিধিবৃন্দ, উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল সহ সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড১৯) মোকাবেলায় উপজেলার বিভিন্ন স্থানে হাত ধোয়ার বেসিন স্থাপন এবং যেখানে পানির ব্যবস্থা নেই সেখানে পানির ব্যবস্থা করে বেসিন স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।