নুরআলম নাহিদ চিলমারীঃকুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে “কোভিট-১৯ সংকট; সাক্ষরতা শিক্ষার পরিবর্তনশীল শিখন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী,চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস এম নুরুল আমিন সরকার।