শেখ শহীদুল্লাহ আল আজাদ. রূপসা.(খুলনা) প্রতিনিধিঃখুলনা জেলায় রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় রূপসা উপজেলা মিলনায়তনে খুলনা ৪ আসনের মাননীয় সংসদ আঃ সালাম মুর্শেদীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম কনফারেন্সের মাধ্যমে অংশ গ্রহণ করেন রূপসার কূতি সন্তান খুলনা ৪ আসনের মাননীয় সংসদ আঃ সালাম মুর্শেদী, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বাদশা।
এ সময় আর উপস্থিত ছিলেন রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুল্লাহ যুবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শিক্ষা কর্মকর্তা মোঃ আঃ রব, খাদ্য নিয়ন্ত্রক এ এস এম মাহফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বকর মোল্লা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী সহ সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেত্রী বিন্দু।
উক্ত সভায় এম পি আঃ সালাম মুর্শেদী বলেন, বাংলাদেশ সরকার শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে এমন একটা সময় আসবে যেখানে নিরক্ষরতার অবসান হবে শিক্ষা নিয়ে আলোকিত হবে বাংলাদেশের সকল সমাজ, শিক্ষায় প্রকৃত শান্তি।