শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ এর ইন্তেকালে শ্রমিক নেতৃবৃন্দের শোক।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর প্রবীণ রুকন ও সাবেক দায়িত্বশীল মুহতারম আব্দুল ওয়াহেদ আজ সকাল ৬:১৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন,মুহতারম আব্দুল ওয়াহেদের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি বৃহত্তর ইসলামী আন্দোলনের পাশাপাশি শ্রমিক ময়দানেও সময় দিয়েছেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম।
তিনি একজন দ্বীনের দ্বা’য়ী,শ্রমিক-মেহনতী মানুষের বন্ধু ও মহান আল্লাহর নেক বান্দা ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ মরহুম আব্দুল ওয়াহেদ সাহেবকে ক্ষমা করে দিন,জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন। শোকাহত পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।