পশ্চিম কাটেংগা বড়খালে অবস্থিত কাঠের পুলটির পুনঃনির্মাণ চান এলাকাবাসী
তেরখাদা উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামের বড়খাল পাড়ের উপর অবস্থিত কাঠের পুলটি একদম যাতায়াতের অবস্থায় নেই।
প্রতিদিন শতাধিক পরিবারের চলাচলের একমাত্র মাধ্যম এটি। মাসজিদ ও স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলে মেয়ে সহ এলাকার নানা শ্রেণীর মানুষেরা হচ্ছে ভোগান্তির শিকার। কৃষকেরা তাদের উৎপাদিত ফসল ও কৃষি যন্ত্রপাতি পারাপারে পোহাচ্ছে নানা ভোগান্তি।
প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় এক পাশ থেকে অন্য পাশে। খালের এক পাশে মাসজিদ তাই অন্য পাশের মুসল্লীদের মাসজিদে আসতে অনেক ঝামেলা পোহাতে হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলাকার বয়স্কদের মাসজিদে আসা খুবই কষ্টসাধ্য।
বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিগণ বিভিন্ন আশ্বাস দেওয়া সত্বেও এখন পর্যন্ত কার্যকারী কোনো ভূমিকা কেউ গ্রহণ করেনি। এমতাবস্থায় উপজেল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তাদের একটায় দাবি , তারা যেন দ্রুত সময়ের মধ্যে তাদের ভাঙা কাঠের পুলটি পুনঃনির্মাণ করে দেন।