রাজশাহীর পুঠিয়া পৌর মেয়রসহ ৩ জনের নামে নারীকে শ্লীলতাহানির অভিযোগ।
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় নাগরিক পরিচয় পত্র নিতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছে এক নারী। শুক্রবার এ ঘটনায় আজ শুক্রবার পুঠিয়া পৌরসভার মেয়রসহ তিনজনের নামে থানায় লিখতে অভিযোগ করেছে ভুক্তভোগী।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুঠিয়া পৌরসভার অস্থায়ী কার্যালয়ের তিনতলায় এ ঘটনা ঘটে। শ্লীলতহানির শিকার ওই নারি উপজেলার কাঁঠালবাড়িয়ার গ্রামের বাসিন্দা। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে নাগরিক পরিচয় পত্র আনতে পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহিদুল ইসলামের কাছে যায় ভুক্তভোগী নারী।
এসময় পৌর সচিব তিন তলায় নাগরিক পরিচয় পত্র দেওয়া হয় বলে তাকে একটি কক্ষে আটকে রেখে মেয়রের কাছে আপনার ধর্ষণ মামলার বাদী এসেছে বলে ফোন দেয়। কিছুক্ষণ পর ওই কক্ষে ইন্সপেক্টর রিপন উপস্থিত হয়ে ভুক্তভোগীকে চড় থাপ্পড় মারে এবং তার স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়।
এ বিষয়ে পৌর মেয়র আল মামুন খান বলেন, ঘটনার সময় আমি পৌরসভায় ছিলাম না। ওখানে কি ঘটেছে তা আমি বলতে পারবো না। পুলিশ অভিযোগের পরে তদন্ত করতে পৌরসভা কার্যালয়ে আসে, কিন্তু কোন সত্যতা পাইনি। সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে পুরো কার্যালয়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।