পটুয়াখালীর দুমকিতে পরিবারের খরচ সামলাতে না পেরে যুবকের আত্মহত্যা।
পটুয়াখালীর দুমকি উপজেলায় সংসারের ব্যয় সামলাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে মামুন মৃধা (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি গ্রামে এ ঘটনা ঘটে। মামুন মৃধা ওই এলাকার আ. করিম মৃধার ছেলে।
স্থানীয়রা জানান, নিজের আয়-উপার্জন না থাকায় ঋণগ্রস্ত হয়ে পড়েন মামুন মৃধা। সংসারের ব্যয়ভার বহন করতে পারছিলেন না। স্থানীয়দের কাছেও পরিবার পরিচালনার অক্ষমতার কথা জানিয়েছিলেন তিনি।
মামুনের ভাই লুৎফর মৃধা বলেন, “মামুন প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে শুনেছি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। “
তিনি আরও বলেন, “সংসার চালানোর জন্য মামুন অনেক টাকা ঋণ নিয়েছিলেন। এ দুশ্চিন্তা থেকে আত্মহত্যা করতে পারে।”
স্থানীয় ইউপি সদস্য মো. সোহরাফ হোসেন জানান, “তাদের পারিবারিক কোনো সমস্যা নেই। মামুন কীভাবে সংসার চালাবেন এ বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ হতাশার কথা অনেকের কাছেই বলেছিলেন।”
দুমকি থানার ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান বলেন, “যতটুকু জানা গেছে মামুনের পারিবারিক কোনো সমস্যা নেই। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”