শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

বাংলাদেশে শাখা খোলার তোড়জোড় রুশ ব্যাংকের।

প্রতিবেদক,শেখ মিজানুর রহমানঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

বাংলাদেশে শাখা খোলার তোড়জোড় রুশ ব্যাংকের।

 

বাংলাদেশে শাখা ব্যাংক খুলতে তোড়জোড় শুরু করেছে রাশিয়ার সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান এসবার ব্যাংক। গ্রাহকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ দেশে ব্যাংকিং সেবা দিতে সব ধরনের সম্ভাবনা যাচাই করে দেখছে রুশ ব্যাংকটি।

গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) বাংলাদেশি অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশে শাখা খোলা নিয়ে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দুদফা বৈঠক করেছে এসবার ব্যাংক কর্তৃপক্ষ।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে গত মাসে সবশেষ অস্ট্রিয়ান সাবসিডিয়ারি কোম্পানি বিক্রির মাধ্যমে ইউরোপ থেকে পুরোপুরি সরে আসে এসবার। এরপর অন্যান্য রাশিয়ান কোম্পানির মতো তারাও পূর্বাঞ্চল তথা এশিয়ার দিকে মনোনিবেশ করে। এ অঞ্চলে নতুন ব্যবসায়িক অংশীদারও খুঁজছেন তারা।

এসবার ব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেন, ‘রাশিয়ান গ্রাহকদের অনুরোধে বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করতে সব ধরনের সম্ভাবনা ও ফরম্যাট যাচাই করে দেখছে এসবার ব্যাংক।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102