শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসা.(খুলনা) প্রতিনিধিঃখুলনা জেলার রূপসা উপজেলায় নৈহাটি ইউনিয়নের সামাজিক সংগঠন ও আলো ফুঁটবেই প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ইউপি সদস্য মোঃ আলমগির হোসেন শ্রাবণের পরিচালনায় আজ সকাল ১১টার সময় মহিলাদের ঘরোয়া বৃক্ষ রোপন কর্মসূচীর উঠান বৈঠাক ও ফলজ বৃক্ষ বিতরণ সহ বৃক্ষ রোপন করা হয়।
এ দিকে এতে সভাপতিত্ব করেন খুলনা ৪ আসনের এমপি আঃ সালাম মূর্ষেদীর বড় ভাই জাতীয় পুরুস্কার প্র্যাপ্ত বিশিষ্ট ক্রীয়াবিদ আজাদ আবুল কালাম, প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাছরিন আক্তার, এ সময় মহিলাদের মাঝে উঠান বৈঠাক সহ ফলজ বৃক্ষ বিতরণ করা হয়, এবং আলো ফুঁটবেই প্রতিবন্ধী বিদ্যালয়ের রোডের দুই পাশে বৃক্ষ রোপনা করেন, রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাছরিন আক্তার।
উক্ত বৈঠাকে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাছরিন আক্তারর বলেন, মুজিববর্ষ উপলক্ষে খুলনা জেলা প্রশাসক এর নির্দেশনায় খুলনা ১৯ লক্ষ ২০ হাজার বৃক্ষ রোপনের উদ্দ্যোগ নিয়েছেন, মুজিববর্ষ উপলক্ষ আমাদের এই বিনা মূল্য ফলজ বৃক্ষ রোপন সহ ফলজ বৃক্ষ বিতরণের কর্মসূচীর জন্য”ই আমাদের এই আয়োজন।