আবু তালেব আনচারি, চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ থানার পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবা সহ ২জন ও বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত আসামি সহ ৫জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই জাকির সঙ্গীয় অফিসার ফোঁস নিয়ে দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলো দোহাজারি বারুদ খানা এলাকার। সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ আবদুর রহিম।( ৩০) মন্টু মল্লিকের ছেলে দেবাশীষ মল্লিক( ৩৬) এবং শাজাপ্রাপ্ত আসামী নাজিম উদ্দীন এর স্ত্রী জাহিদা বেগম।মৃত পেকু মিয়ার ছেলে মো নাজিম উদ্দীন। নুর হোসেনের ছেলে আবু ছালেক( ২৪) দোহাজারি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবদুল হালিমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।এ বিষয় নিয়ে চন্দনাইশ থানার ওসি নাছির উদ্দীন সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি আসামীদের আদালত সোপর্দ করা হয়েছে বলে জানান।
এএসবিডি/আরএইচএস