তহিদুল ইসলাম সানি, মোংলা প্রতিনিধিঃ বাগেরহাট মোংলার কাইনমারির সূর্য সন্তান বিলাস হালদার। শৈশব কৈশোর মোংলায় কাটিয়ে যৌবনে পাড়ি জমান প্রবাস লন্ডনে। দূর প্রবাসে থেকে মা ও মাটির জন্য তার খুব টান। মানবতার ফেরিওয়ালা হয়ে ছায়ার মতো অসহায়দের পাশে আছেন সর্বদা। কখন ও এতিম শিশুদের পাশে, কখন ও বেকার যুবকদের পাশে, কখন ও বা বিদ্যশ্রম কখন ও দেখা যায়- বান ভাসীদের পাশে।
দূর প্রবাস থেকে সর্বদা চোখ রাখেন প্রিয় মাতৃভূমি স্বদেশের জন্য। রাজনীতিতে জাতীয়তাবাদী দল বিএনপিতে বিশ্বাসী তিনি।
৫ ই সেপ্টেম্বর, কয়রা বানভাসিদের জন্য লন্ডন থেকে দলীয় ব্যানারে করেছেন আর্থিক সহায়তা। খুলনা মহানগর বিএনপি’র সভাপতি জনাব নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট শফিকুল আলম মনা এর অনুজ বিলাস হালদার। তিনি খুলনা জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য । দৈনিক স্বাধীনতার সূর্য এর সম্পাদক ও খতরনাক ভিশন এর স্বত্বাধিকারী এবং ‘বাঁধন গ্রুপ’ এর চেয়ারম্যান।
ঈদ, পূজা বা যে কোন দূর্যোগে মোংলাবাসীর পাশে থাকেন ছায়ার মতো। আর্থিক সহায়তা- উৎসাহ ও প্রেরনা দিয়ে অনেকের মুখেই হাঁসি ফুটিয়ে থাকেন, এই সাংস্কৃতিক মনা বিলাস হালদার। ব্যস্তময় কর্মজীবনে তিনি সর্বদা দেশের হয়ে কাজ করে যাচ্ছেন।
এএসবিডি/আরএইচএস