অমৃত জ্যোতি, সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জ ১আসনের এম পি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিশ্বস্ত সূত্র মোতাবেক সুনামগঞ্জের মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা হবে খুবই দ্রুততার সহিত। এবং সুনামগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির এক সেমিনারে ৩রা সেপ্টেম্বর বিকেলে সুনামগঞ্জের মধ্যনগর থানাকে উপজেলা হিসেবে ঘোষনা করা হবে বলে অবগত করেন।
এছাড়াও শুক্রবার দুপুরে মধ্যনগর বনিক সমিতির উদ্দৌগে মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় মধ্যনগর বাজার প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে, সকল শ্রেনীর ব্যাবসায়ী, আওয়ামী নেতৃদৃন্দ ও বি এন পি নেতৃবৃন্দের উপস্থিততে এক দফা এক দাবীতে সকলি একমত পোষন করে বলেন অনতিবিলম্বে মধ্যনগর থানাকে উপজেলা ঘোষনা নয় শুধু বাস্তবায়ন চাই।
এসময় উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে কমিটিগঠনের সিদ্ধান্ত নিয়ে এডভোকেট আব্দুল মজিদ’কে সভাপতি ও সাধারণ সম্পাদক বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী কে প্রস্তাব আসলে উপস্থিত সকল ব্যাবসায়ীগন একমত পোষন করেন।
মধ্যনগরের প্রয়াত নেতৃত্বের নামে একমিনিট নিরবতায় শ্রদ্ধাজানানো হয়।মুক্ত আলোচনায বক্তব্য রাখেন -সিরাজুল ইসলাম,হিল্লোল আশরাফ,পারভেজ আহম্মেদ, সুবল পাল,আলাউদ্দিন, আসাদুজ্জামান রোকন,মোস্তফা কামাল খোকন,মোবারক হোসেন তালুকদার,আবুল বাসার,রহুল আমীন খান,কুতুবউদ্দিন তালুকদার, আব্দস শহীদ,সবুজ মিয়া,জহিরুল হক,এড আব্দুল মজিদ,অমরেশ রায় চৌধুরী সহ আরো অনেকেই।
এএসবিডি/আরএইচএস