আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে দেওয়ানহাট,বৈলতরী বরমা ধামাইর হাট ৮৩৫ফিট আর,সি,সি ঢালাই সহ দৈর্ঘ ১৬.২০কিঃমিঃ সড়কের আনুষ্টানিক ভাবে শুুভ উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৈৗধুরী।সড়কের ব্যয় ধরা হয়েছে ১৮কোটি ১৯লাখ৩২হাজার৬৮২টাকা।৪সেপ্টম্বর শুক্রবার বিকেলে আনুষ্টানিক ভাবে উদ্বোধন শেষে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট থেকে কাজ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী,উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম,ঠিকাদার শহীদুল ইসলাম,দোহাজারী তদন্তকেন্দ্রের ইনচার্জ মো আবদুল হালিম,উপজেলা আওয়ামীলেিগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু,সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আহামদুর রহমান,বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল,এডভোকেট দেলায়ার হোসেন,প্রবাসী আওয়ামী পরিষদের সদস্য মো ইদ্রিস মিয়া.মো সাইফুল ইসলাম,মওলানা আহহমদ হোসেন মিসবাহ উদ্দিন খান ভুট্ট,মো খোকন, বদিউল আলম মো রুভেল হাজী মহীদুল ইসলাম প্রমুখ।মুনাজাত পরিচালনা করেন দেওয়ান হাট পুর্ব জামে মসজিদের পেশ ইমাম মওলানা আহামেদ হোসেন।
এএসবিডি/আরএইচএস