মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ভুয়া ডাক্তার সুলতান আহম্মেদ গাজীর বাড়ির চেম্বারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয় ꫰ এসময় তল্লাশি করে অবৈধ অপারেশন করার সামগ্রী জব্দ করা হয়েছে ꫰
আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর-২০২০ ইং) দুপুর তিনটার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ০২নং ওয়ার্ডভুক্ত মধ্য সানেস্বর গ্রামের গাজী বাড়িতে এ অভিযান চালানো হয়꫰ অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিচুর রহমান বালী꫰
এবিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিচুর রহমান বালী সাংবাদিকদের বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া ডাক্তার সুলতান আহম্মেদ গাজীর বাড়ির চেম্বারে অভিযান চালিয়ে অবৈধভাবে অপারেশন করার আলামত জব্দ করা হয়꫰ এদিকে অভিযানের খবর পেয়ে ওই ভুয়া ডাক্তার পালিয়ে যেতে সক্ষম হয়। এব্যাপারে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এএসবিডি/আরএইচএস